ইহপারের সঞ্চয় সকল ইহোপারেই রাখিয়া,
পথিক চলিল অজানার পথে।
অগ্নি আহুতি দিয়া নগ্ন বেশে শূন্যের পথে আগমন।
ভস্ম হইয়া তাহার উপলব্ধি, সেই বৃষ্টি স্নাতো সোদা সোদা মুগ্ধতা।

আমিই সেই পথিক।
আদি, অকৃত্রিম চেতনায় যুগের পর যুগ পথ চলিয়াছি।

সকল মানবীর মতো, আমারও মৃত্যু আসিয়াছিল।
তবে সে আসিয়াছিল বাতাসের মলিন সুবাস মাখিয়া।