তুমি কি ভাববে ভেবে, আমার প্রিয় তেঁতুলরঙা শাড়িটা আর পরা হয়নি এই বয়সে।
আজ আমার সারাদিন খাওয়া জোটেনি।
কই, তোমাকে তো দেখলাম না!

তুমি কি ভাববে ভেবে, আমার ছোটবেলার স্বপ্ন ফুটবল, খেলা হয়নি।
আজকে আমি পা ভেঙে শুয়ে আছি ভেজা খাটিয়ায়, চাকরি হারিয়েছি।
কই, তোমাকে তো দেখলাম না!

তুমি কি ভাববে ভেবে, আমার ছেঁড়া প্যান্টটা আবার রিপু করতে দিয়েছি।
পকেটে আর একটা টাকাও নেই, জানি না মা'র ওষুধ কি করে কিনবো।
কই, তোমাকে তো দেখলাম না!

এমন হাজারো 'তুমি' কত কোটি কোটি 'আমি'র স্বপ্ন ধ্বংস করছো রোজ।
তবে কি আমাকে থামাতে পারবে?
তুমি কি ভাবলে,
তাতে আমার...