আমি তো শুধু চেয়েছিলাম এক মুঠো আকাশ ;
তোমরা সেটাও আমাকে দিলে না ।
উড়তে চেয়েছিলাম মধ্য গগনে ,
তোমরা আমার বাঁধন খুলে দিলে না ।
কি আর এমন চেয়েছিলাম ?
শুধু একটু মুক্ত হতে
শুধু রক্ত রক্ত ; এ দেখে যেন চোখে ধাঁধা লেগে গেছে ।
এ চোখ দিয়ে আর এ জগৎ দেখতে ইচ্ছে করে না
আমি মুক্তি চাই , আমি শান্তি চাই ।
কেন এত হিংসার প্রতিবন্ধকতা ?
একদিন দেখোই না অন্যকে আনন্দ দিয়ে কেমন লাগে ।