শহরের বড় রোগ হয়েছে
ছড়াচ্ছে চারিদিকে
পথ্য দিতে হবে।
ঘৃণা শুধু বেড়েই চলেছে
ভুলেই গেছি আমরা মানুষ
জানোয়ার ছিলাম নামেই
এখন প্ৰকৃতি মিলছে হুবহু।
চোখের বদলে চোখ, প্রানের বদলে প্রাণ
এসব করতে গিয়ে নিজেই হচ্ছি নাতো বলিদান!
আরে! জীবন কি তবে এই?
কি লাভ এতে?
হৃদয় দিয়ে ভালোবেসে দেখো
যেতেও তো পারো, জিতে!
রাস্তার ভিড়ে মানুষ
স্লোগান উড়েছে ফানুস
তবু মান-হুশ বুঝি হারিয়ে গেছে
অশিক্ষার শিক্ষাতে।
শহরের বড় রোগ হয়েছে।।