কত আলো চারিদিকে
চারিদিকে লুকিয়ে আছে কত অন্ধকার।
অগুনতি পথ দিশাহারা, ছন্নছাড়া
কত স্বপ্নের পাতা ঝরেছে এই শরতে।।
উৎসব! তাও কে ডুকরে ডুকরে কাঁদে?
লাউডস্পিকারের গান আজ ভেজাল সুরে বাজে।
পথিক পথ হারিয়েছে
মানুষ হারিয়েছে হুশ।।
কারোর পেট ভরছে রক্ত পানীয়ে
কারোর বা পেট জ্বলছে গ্রাস হারিয়ে।।
বুঝি মা ও করছে বিচার
সন্তানের স্ট্যাটাস দেখে।।
এ মাটিতে নেই মাতৃসুবাস, নেই কোনো স্নিগ্ধ অনুভূতি
টান নেই কোন, নেই জ্ঞানগঙ্গার মতি।
তবু রোদ উঠুক, নাশ হোক মানব-অসুর।
ওম শান্তি!