আজকের বাঙালি মানেই শিরদাঁড়া হারা
বন্ধু বোলে পিঠে ছুরি মারা
শ্রীহীন হয়েছে এই বসুন্ধরা।
আজকের বাঙালি মানেই মুখ বন্ধ
না মন স্বচ্ছ, না বাক স্পষ্ট
সুজলা সুফলা নেই এ বসুন্ধরা।
দুর্নীতি দিয়ে রাষ্ট্র মোরা
কি হবে মিথ্যে ফুলের তোরা
নিষ্পাপ যারা তারা মরে শেষে
সুবিচার ওঠে অট্ট হেঁসে!
লজ্জা করে?
নিজেকে মানুষ বলিস না।
তবে দেরি নেই আর
যারা বাটপার
সময় গুনতে থাক
তোরা সময় গুনতে থাক।
দুর্নীতির এই পাষাণ পূজার
মেয়াদ ফুরোলো আজ।