হায় নির্বোধ।
তোকে খুঁজতে মা'রে, চেয়ে ছিলেম আকাশ পানে।
দিস নি ধরা এ ধরার বুকে,
তবে কি মা'রে
তুই চির অধরা?
তোকে খুঁজতে মা'রে, কত যাতনা
যোগীর মায়ায় চির ছলনা,
হাজার শ্মশান, হাজার মশান
তবু তো তোকে পেলাম না!
তবে কি সব মিথ্যে! নেই তোর অস্তিত্ব?
বলে দে মা,
বলে দে আমায়।
সে হাসে আমায় লক্ষ্য করে,
কেবল হাসে।
বলে, 'হায় নির্বোধ!
মা থাকতে, কেউ মাকে খোঁজে?'