অনেক কষ্ট পেয়েছি মাগো
আর দিয়োনা মোরে,
বেঁচে ছিলেম যখন আমি
প্রাণ গিয়াছে চলে।
রহিয়াছে শুধু খোলস টুকু
কষ্ট বড়ই পাই,
কি করি বলো মাগো
বলার তো কেহ নাই॥
সকলেই মাগো স্বার্থ খোঁজে
আমার কেবলই আমি,
সে আমিও আজ মানিতে নারাজ,
হারিয়া গিয়াছে আমি॥
মলিন শিখায় ঘোচাই আধার
চাহি থাকিতে ভুলিয়া,
মাগো মোরে আর কষ্ট দিয়োনা
আমিতো কবেই গিয়াছি হারিয়া॥