তোমরা সবাই মহান তবু
সমাজ - ধর্ম আজো কাবু
সবই যে তোমাদের
তোমাদের আছে ক্ষমতার বাহার
আরও কতটা খাদ্যে - তোমার খিদে পূরণ হবে
আমরা আরও কতটা মড়লে- তোমরা সুখী হবে
আমাদের আরও কতটা বেদনায় - তোমার আনন্দের হাসি পূরণ হয়
আমরা যুগে যুগে ধর্ষিতা রব - তোমরা যৌনতায় করবে জয়
আমরা না হয় শ্রেণী ভেদে
আমরা না হয় ধর্ম ভেদে
আমাদের আছে দেবদাসী- যৌনদাসী - ক্রিতদাসী আখ্যান
তোমাদের আছে আমাদের আসনে - বাইবেল - কোরান - মহাভারত ভরা প্রাণ