জানি এ পৃথিবীর ঘুম তুমি ভাঙাবে
কিশোরী পায়ের নূপুর শুনতে পাবে
আজ ভয় শুন্য চিত্ত হতে সে ক্ষনেতে
উঠছে মেতে গানে বাউল পথে যেতে
ধরার এ বুকে আবার আজি শান্তিতে
সোনালি ফসল হাসছে আবার ক্ষেতে
ঘরের চালে আজ শালিক ঝগড়াতে
কোকিল সুরেই উঠছে এ মন মেতে
জানি এ পৃথিবীর ঘুম তুমি ভাঙাবে
কিশোরী পায়ের নূপুর শুনতে পাবে