আমার কি কোন প্রয়োজন আছে?
তুমি তো অনেক যোগ্য মহান চরিত্র দেখেছ প্রাণীদের
গ্রহণ যোগ্যতার মাপকাঠিতে আমায় কপ্পূর বানাতে পারো
তবুও তো ফিরে আসে পাশাপাশি শুয়ে থাকা
সম্পর্কের মুহূর্তরা অনাবিল তোমার চাওয়ার পথে চলে
চির সবুজ এ পৃথিবী আর অনন্ত নীল ওই মহাকাশ।
সার সত্য বহুজাতিক সংস্থার মানব জাগবে
প্রমাণিত হবে মিথ্যা-আবার আমার কেবল তোমাকে চাওয়া।
তুমি কে? এ প্রশ্ন কি তুমি কখনো করেছো?
না তুমি আমার বিপ্লব
না তুমি আমার কবিতা
না তুমি ইট কাঠ পাথরের আমার শহর
না তুমিই আমার বিশুদ্ধ মানব সভ্যতা
না তুমিই আমার প্রেম-আমার প্রেমিকা
না তুমিই আমার দর্শন
না তুমিই আমার ঈশ্বর - হ্যাঁ তুমিই ধর্ম ব্যবহারের জনপ্রিয়তা!
পৃথিবী যেখানে পোশাক পরে থাকে - অরণ্য
ওড়নায় ফাস-কেরোসিন তেল-রাষ্ট্র দিয়েছে আত্মহত্যার অধিকার
পাশের দেশের হত্যা লীলায় জীবন্ত খুঁজছি নিজেকে রোহিঙ্গা কিংবা সিরিয়ায়।
এই ভীষণ গরম আবার ভীষণ ঠাণ্ডা লাগা শীততাপ নিয়ন্ত্রিত
নাইট ক্লাবে তফাৎ চেওনা - তফাৎ কেবল চাষের ক্ষেতে
তুমিও তো মারতে পারো - ভীষণ ভাবে জমছে মনে ক্ষত।