( গত ৭ই এপ্রিল পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে কবি সুনিল গাঙ্গুলির স্মৃতি স্মরনে কৃত্তিবাস উত্সবে উপস্থিত থাকার রেশ )
আমি কক্ষনো গরু-ভেরা কিংবা ছাগল চড়াই নি
তবে এগুলো আমার গ্রামের অনেক বন্ধুদের ছিল
শ্রীকৃষ্ণ-হজরত কিংবা যীশুকে আমি চোখে দেখিনি
আছে-গীতা-কোরান কিংবা বাইবেল বলেছিল
আমি ডি গ্রেড মানুষ হয়ে বিগ্রেড সমাবেশ দেখেছি
তবে কেউ কখনো সাম্যবাদ কতটা বুঝেছি জানতে চায়নি
গতকাল যা অন্যের ছিল তা আজ আমার হবে
ভেবেছিলাম পরিবর্তনে নিশ্চই জীবন বদলে যাবে
সুবোধ সরকার-শঙ্খ ঘোষ কিংবা শ্রীজাত
আজ কালের কবিতা আরও আছে শত শত
নারীবাদী আর ভিয়েতনামের গান
ও গঙ্গা বইছ কেন করেছে অভিমান
আমার বন্ধু আজও মারাংবুরুর ধর্ম জানতে চায়
খিদের জ্বালায় আজও তারা ইদুর ঝলসে খায়
তর্জনী তুলে যে মেয়েটি বলে বিপ্লব আনবো
গনধর্ষিতা হয়ে শেষে বলে লালআলো এলাকায় থামবো
প্রতিরোধ বিহীন গনতন্ত্র আর স্বাধীন নাগরিক
বিবেক ছোটায় অশ্বমেধ-জানিনা সে কোথায় পালায়
মানুষ বাচার অধিকার করুণাতে পায়
তুমি কি জান আমার অধিকার কতখানি-আর কতখানি বাদে এমনি স্বাধীন তুমি।