জানি তোমার অত্যাচার করার ক্ষমতা আছে
আমায় আশ্রয়হীন কার্যত করতেও পারো ,
আমার মতন সাধারণ মানুষ তোমার নিচে
রাষ্ট্রযন্ত্রের তুমি শোষক তুমি নিপীড়ক ।
আমার উন্মুক্ত মস্তক আর পায়ের তলায় এ ধরা
পাহাড় - পর্বত ও নদী - নালা আর শস্য- শ্যামলা ,
অন্তরের গভীরে জলন্ত লাভা আজও দেখেনি যারা
আগুন অভিলাসে জ্বলছে এ দেহ - হয়নি তোমায় বলা ।
আমার হৃদপিণ্ডের উপর মাথা রেখে ঘুমিয়ে প্রেমিকা
আমি চোখবন্ধ করে দৌড়তে থাকি থাকতে নিরাপদ ,
আল গলি রাস্তায় হাইওয়ে কিংবা রাজপথে দিকবিদিকে
তোমার ক্ষমতা কেবল প্রশ্ন সংখ্যা বাড়ায় আর কত পথ ?
দিকে দিকে মরছে মানুষ - মারছে মানুষ
হিসাব মেলাতে অতিমারী থেকে রেললাইনে কিংবা যুদ্ধে,
ক্ষুধার্থ মিছিলে শোক সভায় আহা প্রচার উল্লাসি
বিপ্লব আজো খোঁজে নেতাদের স্বাধীন হতে হবে রন্ধে ।
প্রসূতিসদনে নবজাতকের ভিড় পৃথিবীর কোনে কোনে
জননী কি চায় রাষ্ট্র নায়কের পরাধীন হোক মনে মনে !
মাতৃগর্ভে বাঁচার স্বাধীনতা তুমি কাড়বে কেমন করে ?
বন্যেরা অরণ্যের খোঁজে - মানুষ চায় স্বাধীনতার তরে ।
জানি তোমার অত্যাচার করার ক্ষমতা আছে
আমায় আশ্রয়হীন কার্যত করতেও পারো ,
আমার মতোন সাধারণ মানুষ তোমার নিচে
রাষ্ট্রযন্ত্রের তুমি শোষক তুমি নিপীড়ক ।