নিরব থাকবে তুমি
তেমন কথা তো
কোন দিন হয়নি তোমার আমার
আবার নিরুদ্দেশ হতে
তোমার আমার দুরত্বের
প্রিয়তমা - পরিমাপের সাহস নেই আবার
আন্ধকার নামে ধরার বুকে
জোনাকি ডানা মেলে
না জানি কোন সুখে
প্রতি আধার রাতেও তো ফোটে ফুল
দুক্ষ - সুখে থাকি সাহসহীন হয়ে
মিলনে আকুল
নিরব থাকবে তুমি
প্রিয়তমা - হতে চাইনা বিরোহী
সে পরিমাপের সাহস নেই যে আমার