আজ আমরা সমবেত হয়েছি যত নির্বাক কবি, জানো
শব্দের দেবতা আজ আসবেন ।
আজ থেকে আমরাও কথা বলতে পারবো ,
উনি আমাদের মধ্যে শব্দ বিতরন করবেন ।
এই পথে আজ কোন মৃত দেহ আসবেনা,
খুলে ফেলতে হবে নরকের আস্তরণ ।
শুধু চারিদিকে বিন্যস্ত থাকবে গরিবের মরন,
শুধু দরিদ্ররা আবদ্ধ থাকবে তাদের বর্ণে ।
আমি দেখছি চারজন কবি - একসাথে যারা পথ হেটেছিল
রবি ঠাকুর , নজরুল, জীবনানন্দ দাশের সাথে ।
দেশ না ঘুরলে সম্পূর্ন আকাশ দেখা হয়না - বলেছিল ,
আমি কুয়োর মানুষ (কবি) তাই আজ মৃতদের স্বপক্ষে ।
আমাদের মূখে এখন শব্দ ঝরে পড়ছে ...!
আনন্দের, হতাশার, বিপ্লবের, শিল্পের, দেশে - বিদেশে,
বৃষ্টি ভেজা শব্দে আস্তিন ভিজে যায় - তৈরী হই অশ্রু মুছে ,
তুমিও স্বপ্নে কি দেশের কথা ভাবছ - শাণিত প্রতিবাদহীন মুখে স্তন গুজে ।