পেজা তুলোয় ঢাকছে আকাশ
পৃথিবীর ক্ষত চিহ্নে বিষন্ন বাতাস,
মেঘ বালিকার আজ চোখ ভরা জল
হিমালয় কন্যা তাই দিয়ে গেল ফল ।


ধর্মযুদ্ধের দেহ হতে আমি বের হয়েছি
ঘন কুয়াশার কথা কেউ যেন বলছে ,
রৌদ্রের বিচ্ছুরন - জীবন প্রত্যাশায়
নক্ষত্র বলয় হতে ভোরের ঘুম ফুরায় ।


চারটে ছেলে মেয়েটাকে ট্যাক্সিতে তুলে নিল
খাদ্য - খাদকের মাঝে আজ মহাসমারহ,
সামনে - পিছনে কত কিছু নিল তার মৃদু শরীর
শাড়ির ভাজে - বুকের খাজে পৌরুষ স্থবির ।


চারটি শিশু মারা গেল - চারটি মায়ের হাহাকার !
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান আমরা শব - একার ।