তুমি আমাকে যে সময় টা উপহার দিয়েছিলে
আজ সেখানে দেখি তুমি নেই !
অত্যন্ত উদ্ভাবনী সে সময় বলল
আজ তুমি অনেক দামি তাই ।
এখানে মাটিতে আলো আসে
এখানে গাছেরা একা একা দাড়িয়ে
এখানে বিকাশের জৈবিক পরিপক্কতায়
কেবল আমাকে দাওনি যেতে হারিয়ে !
এখন মাপি হার্টবিট ইসিজি তে
হাইপোথ্যালামাস হতে আবেগে,
কেবল আজো মাপতে পারিনা সময়
গাঙুরের জলে যে সময় তুমি দিয়েছিলে- ভাসিয়ে !
তবুও সকল সময় জুড়ে - একটা সুর্য্য, একটা বীর্যবান কে দেখে যায় !
দাম ! তারাদের, মহাশুন্যের , মহাকালের - একটি কবি তোমাকে ভালবেসে পায় ।