পচনতন্ত্রে ধংসমন্ত্রে ছিল যত পুরাতন
যাক ধুয়ে যাক , যাক মুছে যাক ,
জেগে ওঠো - হে চিরসত্য নবরূপে নতুনের মতোন।
রাত্রিশেষে দিন যে মেশে নতুন রাত্রি বাঁকে ,
পুরাতন সে যে নতুন রাত্রি - করে সে অনুধাবন
পুরাতন যত সে যে চিরপুরাতন !সেই ছবি আঁকি ।
যে পুরাতন ছিল ,সে কি দেয়নি জীবনে
কখনই কোন নতুনের স্বাদ ?
আশ্বাস , আসুক সে ফিরে এনে
নব নব কলেবরে দিতে নবরূপে নতুনের আস্বাদ।
তুমি এসো , আমার চিরসত্য পুরানো সে প্রেম...
তুমি এসো , নতুন ভোরে পুরনো সে ভোরের মতন।
তুমি এসো , নতুন পল্লবে হয়ে নতুন ফুলের রাশি ,
আজ ভালবাসি বলব তোমায়- পুরানোতম প্রিয়তম।
পুরাতন ভালবাসি-সত্য সে পুরাতন করিয়া যতন ,
মনের মতন হাসি-পুরানো তবুও তোমায় ভালবাসি।