মানুষের দাবী আজ অতর্কিতে অগ্নুৎপাত আনে
হাজার হাজার মানুষের লাশ আজ কেন জ্বলছে শ্মশানে ?
দিকে দিকে শোনা যায় কেবল মৃত্যুর প্রতিধ্বনি !
কে আনলো এ মরণ বীজ ?
কারা ছড়লো প্রান্তরে প্রান্তরে , জানো কি তা তুমি ?
কারা দূষিত করলো এ স্বর্গরাজ্য ভূমি ?
ক্রমাগত ক্লান্তিতে অবসাদে জরাজীর্ণ চারিধার !
সমৃদ্ধ হবে দেশ , শক্তি সম্পন্ন হবো কবে আবার ?
এ জাতির শ্বাস - প্রশ্বাস আজ ক্রমাগত ক্ষীণ ,
কারা সাজায় ঘুঁটি - কার রাজ্যজয়ই আজ সম চিন !
এখনো সময় আছে করো পূর্ণ আয়োজন !
মৃত্যূস্রোত গেলে , বুভুক্ষায় পথে থাকবে মৃতদেহ !
আকাশে চিল - শকুনের দল , এ পদাঘাত অসহ্যনিয় !
সবার উপরে মানুষ সত্য - সর্বদাই তা জানিও ।
ধরিত্রির উর্বর জঠরে আজো আছে শ্যামল ভূমি ,
নমি - অন্ধকারে দেশ তবুও বুকে স্পন্দিত প্রাণ ,
সে প্রাণ কভু হতে দেবে নাকো এ দেশের গৌরব ম্লান ।
যুদ্ধ যুদ্ধ খেলা চারিধারে ইসরায়েল কিংবা বার্মাতে ,
মানুষ কেন মানুষ মারে ?
মানুষ কেন জড়ায় সংঘাতে ?
বন্যপ্রাণী সংরক্ষিত আজ ,
বাজারে এসেছে নতুন কোভিড - জয়ীর তাজ !
জানিনা কোন পন্থায় শিক্ষিত তুমি ,
কর্মী - কোন পন্থাই বা তোমার পাতে , পড়ে !
সময় বদলায় রূপ বদলায় ফ্যাসিজম বুঝি আসে ঘরে !
মজুরী বিহীন কাব্য শ্রমিক নিত্য নতুন তাল ধরে
জীবন তাহার জ্বলুক চুলায় - নক্ষএ যেমন বাঁচে নিজ তরে
তবুও , মানুষের দাবী আজ অতর্কিতে অগ্নুৎপাত আনে
হাজার হাজার মানুষের লাশ আজ কেন জ্বলছে শ্মশানে ?