আজ যদি তোকে বলি
আমি তোকে ভালবাসি খুব
তুই কি আমার উপর রাগ করবি
না আমাকে জরিয়ে ধরে আদর করবি খুব
আজ যদি তোকে বলি
আমি তোকে ভালবাসি খুব
তাহলে ওই দেহশ্রী বিশ্বাসের মত
আটো ড্রাইভারের বাদিকের সিটে বসে
কনুইতে তার তোর বুকের পাজর ছুইয়ে দিয়ে
আমায় বানাবি বেয়কুব
আজ যদি তোকে বলি
আমি তোকে ভালবাসি খুব
তুই কি আমায় বলবি
নাম হীন কবি তুই ক টাকা রোজগার
নগ্ন ওই শরীর টা আমার
পিছনে ফেলে এসেছে যত কাব্যিক ব্যাপার
আজ যদি তোকে বলি
আমি তোকে ভালবাসি খুব
তুই কি আমার উপর রাগ করবি
না আমাকে জরিয়ে ধরে আদর করবি খুব