তোমার মনের শহর আজ বৃস্টি ভিজেছে খুব
তোমার শিরা উপশিরায় ঝরে পোডছে টাপ টুপ
ঠোটে ঠোট রাখা সে ঊষ্নতা
বষ্খ জোরা আলিঙ্গনের সাথে
লাজে পা টলমল
চলে জল ছলাত্ ছল
শহর বেয়ে মাটির অভিমুখে
আজ তোমায় বড় ভাল লাগছে
সোদা মাটির সুগন্ধ পেলাম আজ
আলো বাতাসে পুরন হোল তোমার সাজ
তবে আমায় দাও গো এবার প্রাণ ফেরানোর কাজ
সকল সুপ্ত বিজের অভিমুখে