ঈষৎ জ্ঞান অর্জনের জন্য জেনেছি
নদীটার নাম গঙ্গা
দিন রাত্রির জীবন খেলায়
রাজি আমিও প্রেমের নগর নির্মাণে
ভোর অবধি জেগেছি অসহায় হয়ে
টাপুর টুপুর বর্ষায় গাছেদের সাথে
টালমাটাল শাখা প্রশাখায় ফল ফুল
চারদিকে মৃত তারাদের আলো দেখছি
রোজ রোজ আর্তনাদ আর কান্নাকাটি মানুষের
জাহাজের পালে তবু আমার নাম লেখা আছে