সময় - এখন আমার থেকে অনেক দুরে ,
ঠিক যেমন বিমান বন্দর ছেড়ে
উড়ন্ত উড়োজাহাজটির মতো, দুরে - বহুদুরে !
আমার শহরে আর ফিরবেনা ।
পৃথিবীর বুকে -সাদা বরফের পাহাড় ঘেরা
এই শহরটায়, আমি বিষন্ন নই ।
আজ পূর্ণিমার রাত , জোৎস্নাভেজা রাতে
অসীম এই লেকের জলের ঢেউ আর মাথার
উপর উড়ন্ত পাখিটা,তার গান শুনছো কি কেউ ?
এখনও বাতাসে গোলাপ সুবাস আছে !
আমি বিষন্ন নই, সময় - এখন অনেক দুরে ।
আদম - ঈভের , আপেল ছিল নিয়তির হাতে
খেয়েছি , দেখেছি নব্য কিশোরীর
অল্প পোশাকে, বৃষ্টি ভেজা শরীর ঢেউ ,
প্রেম না লোলুপ কামনা, বুঝে ছিলে কি কেউ ?
সময় আমার সেদিনও ছিলোনা , এখন ও ঠিক
যেমন টি দুরে !
তবুও প্রকৃতি আজো গান গায় অনন্ত সেই সুরে ।
লক্ষী টি গো - আমার প্রিয়া , তুমিই তো আছ ,
আজও সেই প্রথম দিনের মতো !
দূরে - বহুদুরে সময় , ছেড়ে যাচ্ছে আমায় !
তুমি সাথে থাকো- অবিরত ফূলফুটুক বারেবারে ॥