ঝড় থেমে গেছে , সমুদ্রও আজ অনেক শান্ত
সমুদ্রতটে পরে থাকা ভাঙ্গা - চোরা ডিঙ্গি গুলো
বালিয়াড়িতে গেঁথে গেছে অর্ধেক শরীর , তবুও
মাথা তুলে তাকায় অংকুরিত চারা গাছের মতো
ফিরিয়ে দিতে বলো কেন অতীত সকাল ? তুমি
এটাও তোমার এক পুনর্জন্ম , শেষের থেকে শুরু ।
আমিও তো বেঁচে আছি , এবার ঘর বাঁধবো বলে
এক ঝাঁক জোনাকির আলো আর মাটির প্রদীপ
সঙ্গী হবে মানুষের , চিল - শকুন - শিয়াল - কুকুর
ওরা জানতো ! শান্তি নেমে আসবে ধিরে ধিরে আর
আবার বসতি গড়ে তুলবে মানুষ , এই সমাধি প্রান্তরে
পায়ে চলা ঢেউ মৃদু গর্জন করে ওঠে , আবাস স্থলে ।
এখন মধ্য রাত , শহর জুরে অন্ধকার শুনশান
কে যেন কবিতা আওড়ায় একাকি পথ চলে ,
সারাটা শরীর জুরে নরম কোমল জায়গার খোঁজ
পথ ভুলে সমান্তরাল পথে হেঁটে গেছি প্রতিদিন !
চোখ বন্ধ , সারাটা জীবন জুরে হৃদয়ের গভীরের
ক্ষত আজ , এবার দেখা হবে অরণ্যে ধূসর বিকেলে ।