আমি দাঁড়াবো সন্ধ্যায় ঘরের দরজায়
আর অন্ধকার পৃথিবীতে আমার সামনে
মোমবাতির আলো ছড়িয়ে পড়বে
আমি জানি আমার মতো তুমিও শোকগ্রস্ত
কোনও ধর্মের পতাকা উত্তোলন হবে না আজ
আমার দেশ স্বাধীন নিরপরাধ মানুষের সঙ্গে
হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্ত করোনা নাম নিয়ে
নিয়মিত উপহার অনুভূতি উপলব্ধির পথেই
আমার প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলতে চাই
সমগ্র বিশ্বের আকাশ জুড়ে নক্ষত্রের উপস্থিতি
আমি স্বপ্নে বিভোর হয়ে দেখব প্রিয়ার মুখচ্ছবি
রাত্রি নেমে আসবে আর আমি ঘুমাবো না
আমার শিরায় শিরায় রক্তের স্রোতে ভেসে
হৃদয়ের স্পন্দন ক্রমশ বাড়ছে
সঙ্গীতের সুরের মূর্ছনায় প্রবাহিত হয় কম্পন
এবার আমি উড়ে যাব প্রিয়ার দেশে এখন
বাস্তবের ভিতর দিয়ে তৈরি এ সময়
সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না
আমি সত্যিই তার নরম কোমল গালে ঠোঁটে
প্রেমের চিন্হ এঁকে দেব যতই আসুক সে সময়