আমি শব্দ নিয়ে বিশ্ব সাজাই যখন
শব্দেই বানাই ঘর ,
তুমি শব্দ গড়ে বিশ্ব মাতাও তখন
হে - শব্দের অধীশ্বর ।
বিষ্ময় জাগে যখন নিজস্ব চেতনায় ,
সীমা - অসীম উপলব্ধি ঘটে সেই ভাবনায় ।
মিলনের উত্তরণের লক্ষে ধাবিত এ জগৎ ,
অন্তরের একাত্মে তুমিই আছো - হে সর্ববৃহৎ ।
সত্তার আনন্দ অমৃত করে নিয়ে পান ,
সৌন্দর্য্যের প্রেমে অন্তর সত্য কে করি গো সন্ধান ।
আমার সে প্রেম - সৌন্দর্য্যের নির্যাসে ঢালি ,
যখন কেবল তোমার প্রাণে...
চিরকালের সে প্রেম বহে তোমার সৃষ্টিশীলে ,
বহিছে সে প্রেমসঙ্গম-অবিনশ্বর প্রাণের তরে প্রাণে ।