আমার আশা তুমি - ভরষা তুমি
আমার অজানা পথের দিশারি তুমি
আমার শুরু তুমি - শেষ ও তুমি
আমার অজানা পথের দিশারি তুমি ।
আমার পৃথিবী তুমি - নক্ষত্র তুমি
আমার জন্ম তুমি - আমার মৃত্যু তুমি
আমার না বলা কথার - ব্যক্ত তুমি
আমার অজানা পথের দিশারি তুমি ।
আমার প্রার্থনা তুমি - প্রাপ্তিও তুমি
আমার দূর্বলতা তুমি - শক্তিও তুমি
আমার দুঃক্ষ তুমি - আনন্দও তুমি
আমার অজানা পথের দিশারি তুমি ।
আমার মদিরা তুমি - নেশাও তুমি
আমার ভূত তুমি - ভবিষ্যতও তুমি
আমার অজানা পথের দিশারি তুমি
আমার অজানা পথের দিশারি তুমি ।
আমার কবিতা তুমি - কাব্যও তুমি
আমার মনটা তুমি - শরীরটাও তুমি
আমার অজানা পথের দিশারি তুমি
আমার অজানা পথের দিশারি তুমি ।