ওরা ঘর বাধে
ভুলে যন্ত্রনা জীবন সাধে
রাত্রি শেষে ভুলে অভিমান
দিনের প্রহর কাটায় পথের ধুলার সমান
গোধূলি শেষে ওদের ক্লান্তিমাখা চোখ
অসহায় তবু প্রেমে কখনই নেই ক্ষোভ i
সয় কত লাঞ্ছনা গঞ্জনা অপমান
সব কিছু তুচ্ছ করে জীবন দেবতারে জানায় সম্মান ।
আমি চলি আমাদের জীবন সন্ধানে
বহুদিন পরে খুজে পাই সূর্য্য ভরা আকাশের মানে ।
বিবর্তনের জনমবোধে পরিবর্তন লক্ষনীয়
নগ্ন ক্ষুধার্ত শরীরে আমার- আজো আগুন জ্বালিয়ে দিও
নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রী হতে দুরে মনস্তত্ত্ব না-হয় চল ভুলে গিয়ে
ঠিকানাবিহীন দিনযাপনে শব্দহীন- এ দুরত্বের অবসান ঘটিয়ে
আমাদের প্রজন্মকে ছুয়ে নিও- তোমার মিষ্টি দুঠোট দিয়ে
চুম্বনে চুম্বনে আকো জীবন তুমি যে -কেবল আমায় নিয়ে i
আজও প্রাণ আছে আমাদের -সাথে ঋতুর অববাহিকা
দেখেছি যে আমরাও বসন্ত শেষে পাতা ঝরা লেখা ।
আমরা চলি আমাদের জীবন সন্ধানে
বহুদিন পরে খুজে পাওয়া- তারা ভরা আকাশের মানে ।