আমি ভালোবাসা দু পায়ে মারিয়েছি
আমি বহু যন্ত্রনায় অক্লেশে হেসেছি !
দেখেছি প্রকৃতিকে দু পায়ের মাঝখান থেকে যেতে
উড়েছিল ঘরের চাল , পাইনি খেতে
ক্ষেত থেকে উড়ছে পঙ্গপাল ।
দাবালন রোষ প্রতিদিন , তবু হয়েছে সকাল ।
আমার শয্যা হয়নি তোমার পাশে কোন রাতে
হে নতুন দিনের কবি , যদি কোন দিন এমন প্রভাতে
তুমি সম্মুখ সমরে আমার কথা বলো
আমার স্তন সুধা পানে সূর্যের দিকে চলো ।
সফলতা নিজের কাছে সহজ নয় কি ?
জনমের মূল্য , জীবনের মূল্য পরিশোধ হয় কি ?
যারা বলেছিল ফুলের মদির , পাখির কলতান
ওসব দিয়ে কিছুই হবে না !
স্বর্গের পারিজাত চাই কিংবা হুর পরী
ভোগ চাই , চাই ভোগের ভালোবাসা আর ...
জীবন নরক কেন ? তুমিই যে স্বর্গের রচয়িতা
কবি তুমিও কি সফলতা চাও ? ভালোবাসা হারিয়ে!