বরফ গলা শুরু হয়েছে
পৃথিবীর সমস্ত অঙ্গ থেকে নিঃসৃত
বারি ধারার উৎপন্ন তেজ
হে মহা সমুদ্র তুমি ধারণ করো
আমি তোমাকে দেখলাম
এই বিচিত্র জগতে
সদাজাগ্রত এক আত্মাকে দেখলাম
কিভাবে তোমার জ্ঞানেন্দ্রিয় প্রবেশ করবো ?

মানুষই মানুষের রক্ষাকর্তা জীবদ্দশায়
হে মহাপ্রাণ মানব কূল
তোমরা বর্জন - গ্রহন করতে পারো
দর্শন - শ্রবণ - স্পর্শন - মনন ক্রিয়া পারদর্শী
আমাকে তোমরা পাখি ভাবতে পারো
আমার দুটি হাত আমার ডানা আর
লেজ ও চরণে আমার পা ধরতে পারো
তবে হিংস্রতায় আমি দাঙ্গা লাগাই না ।

সোনার প্রতিমা মন্দিরে জাগ্রত
সোনা আমার প্রিয়ার পায়ের নূপুরও হয়
তোমরা মন্দিরে সোনা দেখো না প্রতিমা ?
তবে কোন সোনা পবিত্রতায় বিরাজ করেন ?
তোমাদেরই কোন  জ্ঞান পদার্থ কে করলো পবিত্র ?
মানুষেরা যদি হন সিদ্ধ
তারা কেন রচে যান মানুষের জন্য দাসত্ব ?
অতীত বিলীন হবেই , আগামিও পাবে অমরত্ব ।