আমি তোমাকে হাসতে বলে ছিলাম,
তাই বলে তুমি আমায় কান্না দিয়ে গেলে !
আজ একটি নক্ষত্রের মৃত্যু খবর পেলাম,
সে বেদনা কি করে রাখি গোপনে ।
থেমে থেমে আসে দীর্ঘশ্বাস আর দুচোখ ভরে জল,
তোরা কেন তারে শুধু কান্না বলিস ?
যে বিজ বুনে ছিলাম এ মনের জমিনটাতে - সকল খরচ করে বল ,
আমি আজ তারে বলি এতো সেই ভালবাসার ফল ।
সে গেল বলে - তোমরা কেবল কথা মাপ - সীমানার চৌহিদ্যে,
কত বড় কথা, কত ছোট কথা, আবেগহীন আসে ধেয়ে!
মানুষ মাপার মন - আমার আজো হয়নি কেনা ,
মানুষ থাকার দায়ভার যে - আমার বড়ই চেনাশোনা ।
যদি কোন দিন দেখা হয় আবার
তোমার কাব্যিক সপ্নালোকে ।
এই শরীর ফসিল্ টাকে খুলে খুলে দেখো আর...
সকল গোপন কথা জানিও দেবতাকে ।