পৃথিবী ছেড়ে যাওয়া মানুষেরা আজও খোঁজে তোমায় আমায়,
কাপালিকের মন্ত্র আর নরবলির পরে
কিছু কথা বাতাসে ভাসে-ভাষার সমুদ্রে,
আমরা আজও জন্মাই-জন্মান্তর ভুলে
মানবতার প্রবাহে-মানুষ হব বলে।
কবিতারা আছড়ে পরে সাহিত্যের সমুদ্রতীরে,
তুমি কি আমার কথা শুনতে পাও?
যে কবিতা লিখিনি তোমাকে নিয়ে আজও!
শব্দ ঝড়ে ঝরে যায় তোমার আমার আবেগ!
ওই বন ময়ূর কক্ষনও কি ভয় পায় দেখে কালোমেঘ?
কেবলই পুরুষের সাথে আসে ধর্মের বানী!
নারীর কোন জাত নেই, সে কথাও মানি।
খ্রিষ্ট রাম রহিম যেন এক মায়েরই সহোদর
বিশ্ব বেঁচে থাকুক তাদের অমরত্বের আদর।
পৃথিবী ছেড়ে যাওয়া মানুষেরা ফিরুক ঘরে-আমরা থাকবো তাদের হৃদয় জুড়ে।