বিবর্ণ - বিবস্ত্র ধূসর লাগে সাম্য
গণতন্ত্রের হলদেটে পাতা গুলো,
নিকোটিনের নীলাভ মেঘে মেঘে
মস্তিষ্কের চারিধারে অসনিসংকেত!
জানি তারা পরাজয় মানেনা
আমার গঙ্গাও তো গতিহীন হবার নয়,
আঁধার রাতের তারারাও দেখেনি
তবুও ক্ষুদার্থ শব্দ - প্রহরী মিছিল।
গহীন অরণ্যের রোদন শুনেছিলে
মানব সভ্যতাও এগিয়েছে বহুবার,
সে পথে আজও শিমুল পলাশ ফোটে
ঝড়ে পরে জীবন মূল্যবোধ - সংঘাতে।
ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মগ্ন থাকি
শহুরে রাস্তায় প্রেমিকার বৃষ্টিভেজা চোখ
আলপিনে বিদ্ধ হতে থাকে - গবেষণা,
ডাক্তার কাটে নাড়ির বাঁধন - সন্তান সুখ।