ইমারতের প্রয়োজন জাতির পূর্ননির্মানে, হৃদয়
নব বর্ষার প্রতিটি বিন্দু আমাদের স্পর্শ করে
দিশারি তৈরি, ধংস করে দাও ধ্বংসের হাতিয়ার
রাতভোর জলের ছবি , হরিণ চোখ আর জাতি !
ভক্তিবাদ মোক্ষ লাভে আত্মসমর্পণ করতে বলছ
টকবগিয়ে চলে ভাবনারা ,যুদ্ধ জারি করেছে মনন
টাটকা মানুষ গুলি জলবাঘে ভয় পায় !
চারুকলা, ব্যালাস্টিক মিসাইল আর মহামারি যুদ্ধ
রক্তবাহী মনুষ্য জাতির ইতিহাস সৃষ্টি আর ধংসে
জলবায়স মন ডুব দেয় তার শরীর খুবই প্রয়োজন ।