স্যার স্টিস্ফেন হকিং
আমি আপনার কাছে কবি গুরুর সে বানী শুনেছি
আপন মাঝে শক্তি ধর - নিজেকে কর জয়
আমি কখনই বিস্মিত হইনি ওই মহাকাশ দেখে
কারন আপনি তারাদের পানে চোখ রেখেছিলেন
আর আমরা আপনার ভাবনায়।
স্যার স্টিফেন হকিং
আমি অনুভব করতে শিখেছি কবিতার ইতিহাস
আপনার ব্যক্তিত্বে আপনি যে সদাশিব
আপনিও বলেছেন বেদের সে শ্বাশত বানী
ভালবাসে আবিস্কার করতে হয়-রাগ কিংবা হিংসায় কখন নয়
মানব জাতির বুদ্ধিমত্তার আপনার সংজ্ঞায় - মানানসই হয়েছি আমরা।
স্যার স্টিফেন হকিং
বিগ ব্যাঙ থেকে কেমন করে আজকের পৃথিবী এলো
সময়ের সংক্ষিপ্ত ইতিহাস শুনিয়েছিলেন আমাদের
বর্তমান কে উত্তরণের পথপ্রদর্শক আপনি
আমি কেমব্রিজ কখনও যাইনি
মস্তিষ্কের নিউরণগুলো আজ সম্পর্ক জালিকা- নেট বিশ্বের।