আজ ভাগাভাগি করে নিই
চল বোমারু বিমানের আঘাত আমার জন্য
তোর জন্য একটা গোলাপ বাগিচা
আমার জন্য সন্ত্রাস , দাঙ্গা আর অমানবিকতা
তোর একটু জলসা থাক , হাততালি আর প্রশংসা
আমার জন্য দেশের সীমা আর কাঁটাতারের বেড়া
তোকে দিলাম কবি মন আর সব ভালো ভাবনা
আমার বাতাস বারুদ গন্ধে আর ধ্বংসের প্রলয়
তোর বাতাসে ছাতিম থাকুক নবজাতকের নেশায়
আমি হলাম দেশান্তরী সাথে নিলাম অন্ধকার
তোকে দিলাম ভোরের সকাল , মাতৃভূমির আশ্রয়
এবার ভালোবাসার বেলায় আমি দেবোনাকো ছাড়
আমি কেবল তোরই হবো , কারও ধারি নাকো ধার
দেবতারও যদি দাবি থাকে আমার এই মন
তাকেও আমি বলে দেব তুই যে আমার একমাত্র আপন