আজও আছে এজীবন, আছে যৌবন
আছে দুঃখ, আছে সে বেদনে রোদন।
আজও বহে পথ দু-ধার সাথে নিয়ে
থাকে ডান কিংবা বাম, দেয়না মিশিয়ে।
যদি ফিরতি পথে ফিরি, চমকলাগে
যা কিছু ছিল, আজি সব হিসাব বায়ে!
জন্মঅধিকারে ভালবাসে মানুষেরে
প্রেম নব যৌবন সাথে করে, মানবে।
বুঝি ঘর ভাঙ্গে ঝড়ে, সে তমাল তলে
দেখছ শরীর পুরছে মন, অতলে।
আজ খুজিনা, কে যে আপন-কেবা পর
এসুখ থাকুক জীবনভর-প্রহর!
জ্বলুক প্রদীপ সকল তারার কাজে
গীতাঞ্জলী, সাগর সে বিশ্বমরু মাঝে।