তুমিই তো ভালবাসতে বলেছিলে
শরীরের মধ্যস্তার ঝোপের ভিতর থেকে বেরিয়ে
সকাল-সন্ধ্যা শীত-বরষা সকল কালকে ছাপিয়ে
অভিমান বু্ঝি ভালবাসার বিক্ষোভ-তবু
তোমার রক্তাক্ত দুটি হাতে ছিল নবজাতকের প্রাণ
সময় ব্যবধানে আজও আমি পরাধীন
যদিও তুমিই আমার আত্মার আত্মীয়
জগত্ সভায় তুমিওত আজো অজেও
আমার সকল চাওয়া পাওয়া চিরকালীন
কেবল তোমার কাছে
আমার সকল ইচ্ছেরা আজো তবে- কেন রুদ্ধ হয়ে আছে
তুমিই তো ভালবাসতে বলেছিলে
শরীরের মধ্যস্তার ঝোপের ভিতর থেকে বেরিয়ে
সকাল-সন্ধ্যা শীত-বরষা সকল কালকে ছাপিয়ে
কেবলই নয় সে তো যৌনক্ষুদার দায়
সভ্যতার বিকাশের আছেও তো অভিপ্রায়