সেদিন - যেদিন প্রথম ধরে ছিলে হাত
জনলোকের কোলাহলে - অথচ নির্জনে
সেদিন কোন ধংস আসেনি তো,
মত্ত হয়েছিলাম শুধু সৃষ্টির আয়োজনে ।
সেদিন তোমার হাতে ছিল আমার হাত,
আমার একাকিত্বের দূয়ারে কুঠারাঘাত
সরোবরের বুকে প্রথম বাতাসের আগমন
প্রথম পাপড়ি মেলা ফুলে ভ্রমরের প্রথম চুম্বন ।
তুষার রাজ্যে আমার একা একা পথচলা শেষ
কোনো ডাক পিয়ন ! হৃদয়ে পৌছে দিল সে আবেশ ।
আজ কেবল ঘুরে ফিরে আসে বসন্ত বাতাস
দলবেধে পাখিদের ঘরে ফেরা - জানায় কিছু আভাস ।
সেদিন তোমার হাতে ছিল হয়ত বিরহ !
আজো তুমি একা নও, একথা সবাই কে জানিও ।