একটি হীরকখণ্ড থেকে আলো ছিটকে আসে
আমার চোখে , পৃথিবী টাকে আড়াল করতে !
আমি চোখ ফিরিয়ে নিই
মানুষ যেখানে বেঁচে থাকে ।
আমার অসহায় বৃত্ত ভেঙে ফেলতে চাই
সীমাবদ্ধতায় জীবন কেন বাধা পরে ?
উত্তর , হয়ত তোমাদের জানা কিংবা অজানা !
ধর্ম - চেতনা , বুদ্ধি - বিকাশ , যুদ্ধ - বিজয় ,
এই দগ্ধ , পোড়া ভিটে বাড়িটায় কেউ বাস করত ,
এই হৃদয় প্রথম ক্ষত - বিক্ষত হবার আগে ।
এই বাতাসে আমরা মুক্ত শ্বাস নিতাম ,
রসাল জমিতে অঙ্কুরোদগম হত ফসলের ।
অভিনেতাদের মতো চরিত্ররা বেঁচে ওঠে ,
আমিও হারিয়ে যেতে থাকি চরিত্রের ভিড়ে ,
ধর্ম নায়ক , রাজনীতি নায়ক যুদ্ধ চায় !
বিজয়ীর মুকুট আমায় প্রলুব্ধ করে না ।
আমার আত্মা বিনাশ হীন হয়ে ওঠে ,
এই শরীরটাকে পরিয়ায়ীর আবাস মনে হয় তার !
কে কথা বলতে চায় এই পৃথিবীর সাথে ?
মানুষেরাও গুরুত্বহীন হয়ে উঠছে ক্রমশ !
পুঁজিবাদের চোরা স্রোতে সভ্যতার বিস্ময় মানুষ ,
এই সংকটে উত্তরণের পথে এগিয়ে চলতে চাও?
পরিবর্তন , সে অবিচল গতিময় সদাই ।
আমায় বসিয়ে দিতে পারো পিছুটানহীন দের দলে ।
একটা আলোকচ্ছটা তোমারও প্রাপ্য
সকল ধারণার উর্দ্ধে নেতিবাচক প্রভাব থেকে দূরে ।
একটি পূর্ণাঙ্গ পৃথিবীর তোমারও প্রয়োজন ,
যেখানে মানুষ থাকবে , সবুজ বনানী আর ফসল
পাখি থাকবে , পাহাড় থাকবে আর সমুদ্র ।
কারন আমার মৃত্যু নেই পরিত্রাণ নেই তোমার থেকে