দূর থেকে শুধালেন জননী,
পরিচয়, যখন সন্তান এখনও জানেনি!
তুমি কি শাষক ? না কি প্রতিবাদী?
মহাকাশে দেখি উদিল রবি,
আজ গঙ্গাবক্ষে দেখি তার প্রতিচ্ছবি।
মাঝি গাইল গান,
এখন নদীতে উজান,
আমি করজলে ভানুরে দিতেছি অঞ্জলি।
যে আলোর দিশায় মাঝি তরী খানি বায়,
আমি ভাবি - রাধারানি কি আজও আছেন অপেক্ষায়!
প্রচন্ড কিরণসম বালক কর্ণ বুঝি আজ আসিবেন সেথায়।
ভীষন বেদনাময় ছিল সে অধ্যায়!
আজ থেকে তারে আর যেতে নাহি দিব কৌরব কূলায়।
যেমনি সূর্যমূখী হাসে আপন সূখে,
তার হাসিমূখ অঞ্চলে ঢাকিয়া রাখিব এ বুকে।
দেখিব - আজ এ সন্তান সূখ কুন্তি কেমনে বিলায়?