চাঁদ কে বললাম আজ
তোমার স্নিগ্ধতাটা ঠিক মানাচ্ছে না
আমি কেড়ে নেব
বার্ধক্যহীন তোমার যৌবন
রাতের অন্ধকারে
আমার পুরুলিয়ার মাটিতে যে তারারা হাঁটে
তাদের আলোতে পথ দেখা যাচ্ছেনা
তারারাও বুঝি গরিব হয়
সোমালিয়া কিংবা গোরস্থানে
যে কবিতা পিরামিড হতে পারেনা
খুজে নেয় যে জন্ম যনিপথের শূন্যস্থানে
যে পাহাড় ঝর্নার জন্ম দেয়
যে বৃষ্টি সমুদ্রে ঝরে পরে
কখনই মেটেনা পিপাসা লবণাক্ত জলে
যে কথাগুলো কেবল কথা হয় প্রেম ভালবাসা আভিমানে
বাধাহীন হোক থাকুক নাহয় একটু রুক্ষতা এই সহবাস সংগমে