আমাদের এখানে এখন নিশ্চিন্তে ঘুমানও যায়
তোমার দেশেও বোধহয় তাই
আপাতত সমাজের ঘুণপোকারা বিলুপ্ত প্রায়
তবু বুঝিনা ওরা জনগণ- এখনও কেন খাদ্যের ভাগ চায়!
আমার শহর উঠছে গড়ে
দেখ কত শত প্রাসাদ প্রমাণ অট্টালিকা
নব্য সমাজের নেতা বলেছেন - আর ঝুপড়ি বাসিদের যাবে নাকো দেখা
সনাতন সাম্যবাদের আবার যাবে মুছে বিধাতাবাদের লেখা !
আপাতত গালিগালাজ আর অশ্লীলতা বন্ধ থাক
রোম্যান্টিক সে বিপ্লবের পথেই হাঁটা যাক
চল আজ তড়িঘড়ি জীবন মেপে নাও- যখন সকল যাচ্ছে দেখা
তোমার ভারী মিষ্টি কথা আর অভিনয়ে, অভিব্যক্তির প্রলেপে জনগণ ন্যকা বোকা।
ওরা সংখ্যালঘু নয়, সংখ্যালঘু আমরাই চিরকালীন নেতার দল
পরীক্ষা দিতে হবে ওদেরই- আজও আমাদের আদর্শের বুলি আছে লেখা
ধর্মের নামে মহাভারত আর শ্রেণীসংগ্রামের নামে নকশাল
কবিরাও আজ কলমের শ্রমিক - তাদের মগজ যন্ত্রকল তা হয়নি বিকল।
আমি আজ নিরাপদ দূরে - বাউল সুরে গাইব গান
তুমি যখন আসবে কাছে - ভুলে যেওনা মাতৃভাষা যেন না করে অভিমান।