তোমার অবশ বুকে
অচিরেই আমার হাতের ছোয়াতে
নির্বাক শব্দেরা সবাক হয়ে ওঠে
রক্তপ্রবাহিনী নদী ছুটে আসে
দুকুল ছাপাতে
নতুন প্রান কাদে কোন সে অভিপ্রায়
তুমি জান - পশ্চাতে ঝরে প্রান
নিষিদ্ধ ভাবনায় !
বইয়ের মলাট আর ছাপা অক্ষর
এ পৃথিবীতে রইল তোমার সাক্ষর
দেশ নয়কো আজ আর অন্তরায়
মুক্ত আজ সেই অনুভুতি
কেদেছিল যে নিভৃত য্ন্ত্রনায়
মানুষের এ ধরাতে - নির্বাক আর নয় ...
এবার এসো আমি আর তুমি বাধব ঘর
ঘ্রাণ বসতির - এ পৃথিবীর কেউ নয় পর
পারিজাত ফুটুক আমাদের প্রেমে
শুকনো নদীতে বৃস্টি আসুক নেমে।