আমায় তোমার সূর্য থেকে একটু আলো দেবে ?
আমি কোন আলো মাফিয়া নই কিন্তু !
আমায় এ পৃথিবীর বুকে একটু ঘর বাধতে দেবে ?
আমি কোন জমি মাফিয়া নই কিন্তু !
আমায় এ প্রকৃতি হতে জল বাতাস নিতে দেবে ?
আমি কোন মাফিয়া কোন দিন হতে পারবোনা কিন্তু !


ও বাঘ - ও সিংহ - ও কুমির - ও পাখী !
তোমরা কি জান - আমি প্রজাতিতে মানুষ ?
লাসকাটা ঘরে - বিস্ময়ে হতবাক হয়ে দেখি
আমার ক্ষ্ত বিক্ষ্ত দেহে - আফসোস !
হিন্দু -মুসলিম - ইসা মুসাদের চিহ্ন নেই লেখা
মানব হয়ে - ধর্মে জীবিতরা আজও বেহুস !


আমি মরিতেছি লক্ষ শতাব্দি ধরে !
কখনও বন্দি - মেরেছ ক্রিতদাস করে !
কখনো মিশর - কখনো আফ্রিকা - কখনও বা লেবালন !
কখনো হিন্দু - কখনও বা রোহিন্গ - কখনও বা না বুজতে পারা কোন জন !
আরও কত শতাব্দি শেষে আমার এ শরিরে প্রাণ দেবে বলো ?
কোন রাজনৈতিক নেতা কিংবা মাফিয়া নয় - কেবল মানুষ করে তুলো ।