আরেক টা আকাশ তোমার যদি থাকে
আরো একটু আলো যদি মেশাই তাতে
তুমি কি স্বপ্ন বলবে তাকে ?
যুক্তি বিদ্যার দোয়াই দিয়ে আর লুকিও না আমাকে ।
আমি আজও সেই নিতান্ত সাধারণ
তোমায় সূখি করার জন্যই করি নিত্য দিনযাপন
আজও সিগালের ঝাকে ডানা মেলে উড়ি !
দিনবদলের আশায় আজো - দেখি স্বপ্ন ভুরি ভুরি ।
আমার নেই কোন শেল কিংবা ডিনামাইট ভাবনার
বিস্ফোরিত হতে চাওয়া সাম্যবাদ অব্দের,
আছে মেঠো পথ, নদী- নালা, সমুদ্র - পুকুর
আছে শিশির - আছে নব কিশোরীর পায়ের নুপুর ।
শুধু ভালবেসো - ঘৃনার ব্যবধান মুছে দাও
চলো ভুলে যাওয়ার খেলা ভুলে যাও তুমিও
জীবন থেকে চুইয়ে চুইয়ে জমা হওয়া আলো
আজ আমাদের এখানে সংসার - ভাল থাকার অঙ্গীকার তো ভাল ।