আমায় প্রতিবাদী করোনা...
আমায় সাম্যের দলে নিয়ে সামান্যও করোনা...
তোমার ব্যক্তিত্বের অনুকরণে আমায় ব্যক্ত করোনা...
আমার অনুগত ধর্ম - আপতিক ধর্মও কিছুই নাই ,
আমায় স্মরণীয় করোনা কখনই !
তবে , এবার আমার মাঝে তুমিও নিজেকে খুঁজতে পারো ।
সংযমে আর আসংযমে আমি কেবল স্বভাব খুঁজে পাই ,
কোন বিকল্পের আমি তো সীমিত নই ,
আমি নির্দিষ্টতাহীন অখণ্ড হতে চাই ,
কোন গুনে কিংবা গুণাবলীতে ও কিন্তু নয় ,
ঠিক কিংবা ভুলে আমি বহমান মানবিকতায় ,
তবে , তোমারই মতো আমায় মানুষ ভাবতে পারো ॥