পুরানো বিছানায় বাসি চাদর
প্রতিটি মূল্যহীন রাত কেবল অপেক্ষায়
ফেরিওয়ালা স্বপ্নের মতো
সময়ের ফিরে দেখা !
নিয়ন আলোয় বৃষ্টিভেজা গাছের পাতায়
জমে থাকা ক্ষন বৃষ্টি ফোঁটায় ,
মাপা সময় - মাপা জীবন
ঝরে ঝরে পড়ে মেঘেদের মৃত্যু ঘিরে ।
শিশুর হাসি আর অঙ্কুরের উচ্ছাসে
কতটা সময় ? কবিতাও যে তোমায় ভালবেসে ।