আমি আমার হৃদয় সর্বক্ষন সাথে রেখেছি
স্বর্গের পারিজাত আনবো বলে - আমি পথিক ।
আমি রাত্রি দেখেছি - রাতে মেঘেদের উড়ে চলা
চাদের আলোয় সাদা মেঘেদের খেলা ।
গভীর রাতে ফোটা ফুলের সুবাসে - উড়েছি দিক বিদিক
পূর্ণ চাদের সাথে মিতালী করেছি ।


আমার সঙ্গিনির চোখের সৌন্দর্য্য দেখেছি
আমার প্রেমিকার জন্য গান গেয়েছি যে কতবার !
আজো সে কথা ভুলতে পারিনি - ভালবাসি যে বার বার
আমি তার চোখের অশ্রুবিন্দুতে - আমার প্রতিচ্ছবি দেখিছি ।

আমার ঘুম আসছেনা
আমার চিলেকোঠার ঘরের জানলাতে আমি একা আছি
ঝুলন্ত মাধবীলতার একটি লতা খোলা জানালার সামনে দুলছে
পাখিটা এসে বসল লতায় - ভেবেছি সে কোন কথা বলবে না !
অথচ সে বলল - ওই সাদা বরফ ঢাকা পাহাড়-আমি পেড়িয়ে এসেছি
আমি পথিক - আমায় আশ্রয় দেবে- আমি আমার হৃদয় সর্বক্ষন সাথে রেখেছি !