উঁচিয়ে বন্দুক করে মুষ্টিবদ্ধ হাত
আসে স্বধীনতা সব কুপোকাত
তারস্বরে বলি স্বধীনতা ।
চাঁদ , ফুল , পাখি কি পায় ব্যথা ?
অলিতে গলিতে গাছের নিচে ফুলের ভিতর
ঘুলঘুলি তে আর জানালায় নিচে যাদের বাঁচা !
নেমে আসে বর্ষা মাটির কাছে
গাছের চারা সজীব হয়ে ওঠে ,
মাঝে মাঝে বিদ্যুৎ - ধ্বনির স্বরে
বিজয় ডঙ্কা বাজে - আহ্বান সুরে !
মাঠে গেছে যারা কেউ ফেরে নাই তারা
অপেক্ষায় বসে চাষীবউ , রান্না হয় নাই সারা ।
গতকাল অখিল গিরি মারা গেলেন বজ্রাঘাতে
ওনার ছেলে সেনা জোয়ান ফিরেছেন এ প্রাতে ,
রাজার ছেলেই শাষক হন আমরা কেবল সেনা
বাবার জীবন বুঝি ছিলো বজ্র রাজের কেনা ?
বজ্র রাজের বজ্র সেনা আজ তার কি অহংকার
তার চলার পথে যে আসে তারে করে সে ছারকার ।
এবার যুদ্ধে আর নামে না সেনা , নামেন বৈজ্ঞানিক
এসেছে ' ' করোনা ' ' মারন যুদ্ধ সকলে দিক বিদিক !
ছোটে ত্রাসে , বাঁচে ত্রাসে মানুষ - মরন ছাড়ে না পিছু
মিগ - বোফোর্স - এ কে ৪৭ করতে পারেনা কিছু !
ওঠো ভাই - জাগো সকল বন্ধু , চলো প্রকৃতির দ্বারে
ভালোবেসে রক্ষা করলে তারে সেও যে বাঁচতে পারে ।
মানুষই সেনা , মানুষই ডক্টর , মানুষই বৈজ্ঞানিক
মানুষের ধংসে মানুষই দায়ী নয়কো হীরা - মানিক ।